• ‘শিশুরাই আগামী দিনের আলো’, জন্মবার্ষিকীতে নেহেরুকে স্মরণ মমতার
    দৈনিক স্টেটসম্যান | ১৪ নভেম্বর ২০২৫
  • পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সমাজমাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।’

    ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর জন্মদিনেই দেশজুড়ে শিশু দিবস পালিত হয়। শুক্রবার শিশুদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, ‘শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।’

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই শিশুদের খুবই ভালোবাসেন। পাহাড় থেকে সমুদ্র, যেখানেই মুখ্যমন্ত্রী গিয়েছেন, কোথাও শিশুদের কোলে তুলে নিয়েছেন, কোথাও আবার তাদের মধ্যে চকোলেট বিলিয়েছেন। বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক বা রাজনৈতিক সভাতে শিশুদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)