• ৫ লক্ষ রসগোল্লা বনাম ৫০০ কেজি লাড্ডু, বিহারে ফলপ্রকাশের আগে মিষ্টি বিতরণে টানটান লড়াই
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ লক্ষ রসগোল্লা, ৫০ হাজার নিমন্ত্রিত! বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Bihar Election Result) ঘিরে উৎসবে মেতেছে গোটা বিহার। এনডিএ-মহাগটবন্ধন দুই তরফেই বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। একদিকে নরেন্দ্র মোদির ছবির সামনে তৈরি হচ্ছে লাড্ডু, অন্যদিকে ৫০ হাজার লোক খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে অনন্ত সিংয়ের পরিবার। সকাল থেকে রসগোল্লা বিলি করছেন আরজেডি নেতাও।

    বিহারের ২৪৩ আসনের ভাগ্য়নির্ধারণ হচ্ছে শুক্রবার। দুই দফায় রেকর্ড ভোটদান হয়েছে সেরাজ্যে। অধিকাংশ সমীক্ষা নীতীশ কুমারকে ফের বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। তাতে মহাগটবন্ধনের মাথায় চিন্তার মেঘ জমা হলেও দু-একটি সমীক্ষা আশার আলো জ্বালিয়েছে। তবে প্রাথমিক ট্রেন্ডে বিরাট ব্যবধানে এগিয়ে এনডিএ। তাই উৎসবের মেজাজ আরও বাড়ছে শাসক শিবিরে। লাড্ডু-জিলিপি, ছাতুর পরোটায় প্রাথমিক সেলিব্রেশ সারছে এনডিএ।

    শুক্রবার সকালে দিল্লির বিজেপি হেডকোয়ার্টার থেকেই বিলি হচ্ছে জিলিপি-ছাতুর পরোটা। অন্যদিকে উৎসবের মেজাজে পাটনাও। বিহার বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ সিং কাল্লু একাই ৫০০ কেজি লাড্ডুর বরাত দিয়েছেন। বিরাট কড়াইয়ে তৈরি হচ্ছে লাড্ডু। আর সেই কড়াইয়ের সামনে জ্বলজ্বল করছে মোদি-নীতীশ কুমারের ছবি। ৫০ হাজার লোক খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে জেলবন্দি জেডিইউ নেতা অনন্ত সিংয়ের পরিবার।

    ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে থাকলেও উৎসবের মেজাজে মোটেই পিছিয়ে নেই আরজেডি। বিরোধীদের বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সাফ বলছেন, বিহারে পরিবর্তন আসবেই। জিতবে মহাগটবন্ধন। তাই মোকামায় আরজেডি নেতার বাড়িতে তৈরি হচ্ছে ৫ লক্ষ রসগোল্লা। মিষ্টির সঙ্গে বিলি হচ্ছে লিট্টি-চোখা। শেষ পর্যন্ত জয়ের স্বাদ পাবে কোন পক্ষ?
  • Link to this news (প্রতিদিন)