বিহার ভোটে ভরাডুবি! বিন্ধ্য পেরিয়ে হাজার কিমি দূরে স্বস্তি খুঁজছে ‘ভগ্নহৃদয়’ কংগ্রেস
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল বেরোচ্ছে আজ। গেরুয়া ঝড়ের মুখে থুবড়ে পড়েছে ‘হাত’। কিন্তু এরই মাঝে সান্ত্বনা পুরস্কার দক্ষিণ ভারতে। তেলঙ্গানায় একটি বিধানসভার উপ নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছে কংগ্রেস।
জানা গিয়েছে, তেলঙ্গানার জুবিলি হিলস আসনের উপনির্বাচনে বিআরএস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের নবীন যাদব। দ্বিতীয় স্থানে রয়েছেন বিআরএস-এর প্রার্থী মগোন্তি সুনিতা গোপিনাথ। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি-র দীপক রেড্ডি লাঙ্কালা।
২০২৩ সালের এই আসনে জেতে বিআরএস। বিআরএস-এর হয়ে এই আসন জেতেন মগোন্তি গোপিনাথ। তাঁর মৃত্যু হওয়ায় ফাঁকা হয়ে যায় এই আসন। এই আসলে ২০১৪ সালে তেলেগু দেশম পার্টির হয়ে এই আসন জেতেন গোপিনাথ। এরপরেই তিনি যোগ দেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতিতে যোগ দেন। গোপিনাথের মৃত্যুর পরে তাঁর স্ত্রী সুনিতাকে প্রার্থী করে বিআরএস।
প্রসঙ্গত, ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেসের হয়ে জুবিলি হিলস আসনে নির্বাচনে লড়েন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারুদ্দিন। পাশপাশি, এই আসনে কংগ্রেসের ভাল ফলের পিছনে এআইএমআইএম-এর হাত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রার্থীকে ওয়েইসি সমর্থন করায় তাঁদের জয় নিশ্চিত হয়েছে বলেও মনে করছেন অনেকে।
অন্যদিকে, প্রশান্ত কিশোরের দাবিকে ভেঙে নীতীশ দেখিয়ে দিয়েছেন তিনি ফিনিক্স। তাঁর দল বিহারে শুধু ফিরছেই না রীতিমতো হইহই করে ফিরছে। সব ঠিক থাকলে জোটসঙ্গী বিজেপিকেও ছাপিয়ে যাবেন বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী।