সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election Results 2025) ধরাশায়ী মহাগটবন্ধন। আরজেডি, কংগ্রেস, বাম-সকলেরই কার্যত হাতে হ্যারিকেন দশা। আর বিরোধী জোটের এহেন বেহাল দশা নিয়েই তৈরি হয়েছে অজস্র মজার মিম। নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে সেসব মিম ঘিরে। জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রশান্ত কিশোর, মিমের মুখ হয়ে উঠেছেন তাবড় নেতারা।
২৪৩ আসনের বিহার বিধানসভায় অন্তত ২০০টি আসন জিততে চলেছে এনডিএ। এসআইআর-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানসে দাগ কাটতে পারেনি মহাগটবন্ধন। শুক্রবার প্রকাশ হয়েছে বিহার ভোটের ফলাফল। এদিনই আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস। নেটিজেনদের খোঁচা, নিজের জন্মদিনেই নিজের দলের বেহাল দশা সহ্য করতে হচ্ছে চাচা নেহরুকে! তাঁর হতাশ মুখের ছবি দেওয়া মিমের বন্যা বইছে নেটদুনিয়ায়।
কেবল নেহরু নয়, মিমের অন্যতম ‘টার্গেট’ প্রশান্ত কিশোরও। চূড়ান্ত সফল ভোটকুশলী হিসাবে তাঁর দেশজোড়া খ্যাতি। তবে এবার ভোটের ময়দানে নেমেছেন পিকে। সেখানে অবশ্য যথেষ্ট হতাশ হতে হয়েছে তাঁকে। একটাও আসন সম্ভবত জিততে পারবে না পিকের দল।
অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লালুপুত্র তেজস্বী যাদবকে তুলে ধরেছিল মহাগটবন্ধন। কিন্তু সেই রণকৌশলও একেবারে ব্যর্থ। মিমের দুনিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তেজস্বীও। অনেকে তাঁকে খৈনিতে ব্যবহৃত চুনের সঙ্গে তুলনা করেছেন।
একদিকে যেমন মহাগটবন্ধনের প্রার্থীদের নিয়ে চলছে মশকরা, তেমনই বিজেপির উল্লাস নিয়েও মিম তৈরি করছেন নেটিজেনরা। সেখানে ব্যবহার হচ্ছে রুপোলি পর্দার নানা দৃশ্য। বিশেষত জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নানা দৃশ্য ব্যবহার করে তৈরি হচ্ছে নানা মিম। সবমিলিয়ে, বিহার ভোটের ফল নিয়ে চূড়ান্ত ব্যস্ততা নেটদুনিয়াতেও।