• ডিসেম্বরে বিয়ে, দু’দিন নিখোঁজের পর পুকুরে মিলল যুবকের পা বাঁধা দেহ! চাঞ্চল্য কাটোয়ায়
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: বিয়ে ঠিক হয়েছিল যুবকের। দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে পা বাঁধা দেহ উদ্ধার যুবকের। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স ৩০ বছর। তিনি কাটোয়া পুরসভার ৭ ওয়ার্ডের ভূতনাথতলার বাসিন্দা। তিনি শহরের একটি ওষুধের দোকানে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ডিসেম্বর মাসের ৫ তারিখে তাঁর বিয়ের তারিখ ছিল।

    এর মাঝেই গত পরশু দিন থেকে নিখোঁজ হয়ে যান কার্তিক। বিস্তর খোঁজাখুঁজির পরও হদিশ পাননি পরিবার। অবশেষে শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হল। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা তাঁকে খুন করেছে সেই বিষয়ে কিছু জানায়নি পরিবার। কেন কার্তিককে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)