• জমি বিবাদ মেটাতে গিয়ে কান্দিতে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল খোদ আইসির!
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত খোদ থানার আইসি-সহ ৩ পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা। চিকিৎসা চলছে আহতদের। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। এখনও পর্যন্ত আটক ১৩ বাসিন্দা।

    ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। এদিন গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসায়ডোব এলাকায় ৪ বিঘা চাষের জমির ধান দখল ও কাটা নিয়ে অশান্তি শুরু হয়। দুই পক্ষই একে অপরকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা খবর দেয় থানায়। কান্দির মহকুমা পুলিশ আধিকারিক সাশ্রেক আম্বাদার, কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায়, পুলিশ যেতেই গ্রামবাসীদের একাংশ লাঠি, ইট নিয়ে তেড়ে যায় তাঁদের দিকে।

    পুলিশের দাবি, তাঁরা আক্রমণকারীদের দিকে তেড়ে যেতেই আরেকদল তাঁদের উপর হামলা চালায়। পিছন থেকে এলোপাথারি ইট ছোড়া হয়। মাথা ফাটে আইসির। জখম হন আরও ২ পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চলছে চিকিৎসা। পাশাপাশি ১৩ জনকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)