• পুরুষের জায়গায় ছবি মহিলার! SIR ফর্ম দেখেই মাথায় হাত বাড়ির কর্তার, চাঞ্চল্য কোলাঘাটে
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সৈকত মাইতি, তমলুক: এসআইআরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ফর্ম হাতে নিয়ে আঁতকে উঠলেন ব্যক্তি। ফর্মে ছবির জায়গায় তাঁর ছবি নেই। বরং সেই জায়গায় জ্বলজ্বল করছে মহিলার ছবি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন অশোক ঘাঁটা নামে ওই ব্যক্তি।

    কোলাঘাটের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বুথের বাসিন্দা অশোক ঘাঁটা। দীর্ঘদিনের বাসিন্দা ওই পরিবার। বিএলওরা এলাকায় ঘুরে ঘুরে এমুনারেশন ফর্ম বিলি করছেন। সেই ফর্ম ফিলআপ করে অনলাইনে আপলোড করার কাজও চলছে। অশোক ঘাঁটার বাড়িতে এসআইআরের ফর্ম পৌঁছে দেন বিএলও। ওই ব্যক্তি ফর্ম হাতে নিয়ে চমকে ওঠেন। কারণ, সেখানে তাঁর ছবি নেই। বরং রয়েছে এক মহিলার ছবি! এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

    ওই বিএলওকে বিষয়টি জানানো হয়েছে বলে খবর। কিন্তু তিনি জানিয়েছেন, ছবির জায়গায় ওই ব্যক্তির ছবি ফিলআপ করে জমা দিক ওই ব্যক্তি। পরে ভুল সংশোধন করার জায়গা আছে। এই বিষয়ে তাঁর কিছু করার নেই বলেও জানা গিয়েছে। যদিও এই ঘটনার পর থেকেই আতঙ্কে আছে ওই পরিবার। কারণ, বাড়ির কর্তারই এসআইআর ফর্মে ওই গোলোযোগ রয়েছে। অশোকবাবুর নাম এই মুহূর্তে ভোটার তালিকা থেকে বাদ হলে পরিবারের অন্যান্যদের উপরও সেই প্রভাব পড়বে না তো? এসআইআর ফর্ম বাতিল হলে নাগরিকত্ব হারিয়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই পরিবার। আরও একটি ঘটনাও সামনে এসেছে। ওই এলাকারই বিমলা দাস নামে এক মহিলার ছবির জায়গায় ফর্মে এক অজ্ঞাতপরিচয় পুরুষের ছবি এসেছে।

    এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। স্থানীয় এক বিজেপি নেতার বক্তব্য, এই ধরনের ভুল সংশোধন করা উচিত। নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের লোকজন।
  • Link to this news (প্রতিদিন)