• নিজের কন্যা সন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেপ্তার বিএলও
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: নিজের কন্যা সন্তানকেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিএলও। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায়। ধৃত ওই ব্যক্তি প্রাইমারি স্কুলের শিক্ষক বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    ওই পরিবার শামুকতলা থানা এলাকারই বাসিন্দা। স্থানীয় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক ওই অভিযুক্ত। রাজ্যে এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে। কুমারগ্রামের ১০/২৭১ নম্বর বুথের বিএলও হিসেবে তিনি এই মুহূর্তে কাজ করছেন। তাঁর স্ত্রীর অভিযোগ, গতকাল, বৃহস্পতিবার ওই ব্যক্তি নিজের মেয়েকেই যৌন নির্যাতন করেন। এরপরই ওই মহিলা শামুকতলা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকা কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়েছিল।

    স্থানীয়দের তরফে জানা গিয়েছে, ওই শিক্ষকের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছে! বেশ কয়েকবার এই বিবাদ রুখতে গ্রাম্য সালিশিও বসেছিল। কিন্তু তারপরেও অশান্তি কমেনি বলে খবর। তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এদিকে ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার স্থানীয়দের মধ্যে দুশ্চিন্তা দেখা গিয়েছে। ওই প্রাইমারি শিক্ষক এলাকায় বিএলওর দায়িত্বে আছেন। তিনি গ্রেপ্তার হওয়ায় এসআইআরের কাজ এবার কীভাবে হবে? কে বা কারা ওই কাজ করবেন? সেই প্রশ্ন উঠেছে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)