• ‘শিশুরাই আগামী দিনের আলো’, নেহরুর জন্মদিনে প্রণাম জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্ডিত জহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে প্রণাম জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি শিশু দিবসে ছোটদের জীবনে উন্নতি কামনা করে তিনি লিখেছেন, ‘শিশুরাই আগামী দিনের আলো।’

    শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।’ প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস। আজকে শিশুদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শিশুরাই আগামী দিনের আলো শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।’

    উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শিশুদের ভালোবাসেন। বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক বা রাজনৈতিক সভাতে অনেকবার তাঁকে শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছে। তাছাড়াও তিনি বিভিন্ন সভায় অনেকবার বলেছেন শিশুরাই দেশের ভবিষ্যৎ।
  • Link to this news (প্রতিদিন)