• ছাদে খেলা করছিল চার বছরের শিশু, সিঁড়ি দিয়ে নামার সময়ে দুর্ঘটনা, শিশু দিবসে মর্মান্তিক ঘটনা মেদিনীপুরে
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • দাদার সঙ্গে বাড়ির ছাদে খেলা করছিল চার বছরের ছোট্ট অর্ক। সিঁড়ি দিয়ে নামার সময়ে অসাবধানতায় নীচে গড়িয়ে পড়ে যায় সে। শিশু দিবসের দিনেই অসাবধানতায় প্রাণ গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের শিশুর। এলাকায় নেমেছে শোকের ছায়া।

    পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধর্মা গ্রামের বাসিন্দা ওই শিশু। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরেই ছেলের কান্নার শব্দ শুনে ছুটে আসেন মা। শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে। অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে তমলুক হাসপাতাল। কিন্তু শেষরক্ষা হয়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মা গ্রামের বাসিন্দা কমল হাজরা জরির কাজ করেন ভিনরাজ্যে। স্ত্রী কবিতা হাজরার সঙ্গেই থাকত দশ বছরের ছেলে সুবল ও চার বছরের ছেলে অর্ক। বৃহস্পতিবার সকালে দুই ভাই বাড়ির ছাদে খেলা করছিল। মা সেই সময়ে বাথরুমে গিয়েছিলেন। সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

    প্রতিবেশীরা বলেন, প্রথমেই যদি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল বা তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তা হলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত।

  • Link to this news (এই সময়)