• বসিরহাটের যুবককে অপহরণ করে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি? ডোমকলে ধৃত ৪ অভিযুক্ত
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা এক যুবককে অপহরণ করে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল! সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করল। অভিযুক্তদের মধ্যে বসিরহাটের এক যুবক পলাতক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের আলিনগরে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩২ বয়সের অপহৃত ওই যুবকের নাম  অনিমেষ মাল। ধৃতরা হলেন, রবিউল সরকার ও তার ছেলে তুহিন সরকার, বাড়ি আলিনগরে। এছাড়া ছবি বিশ্বাস ও মিরাজ মণ্ডল নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিমেষকে রবিউল সরকারের বাড়িতেই আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। সেখান থেকেই অনিমেষের বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছিল! মুক্তিপণের ফোন পাওয়ার পরেই ওই যুবকের পরিবারের লোকজন স্বরূপনগর থানায় যোগাযোগ করেন। স্বরূপনগর থানা থেকে ডোমকল থানায় বিষয়টি জানানো হয়। তারপরেই তৎপর হয় ডোমকল থানার পুলিশ। ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

    অপহৃত অনিমেষ মালের বক্তব্য, বসিরহাটের এক বন্ধু তাঁকে মোটরবাইকে করে করিমপুরে নিয়ে আসেন। চার হাজার টাকা দেওয়া হবে, জানানো হয়েছিল। কিন্তু পরে তাঁকে ফাঁদে ফেলে অপহরণ করা হয় বলে অভিযোগ। যদিও ধৃতরা সেই অভিযোগ মানতে চাননি। তাঁদের পালটা দাবি, ওই দুই যুবক তাঁদের কাছে নকল সোনার গয়না বিক্রি করে টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত পাওয়ার জন্যই তাঁকে আটকে রাখা হয়েছিল! ধৃতদের এদিন আদালতে তোলা হয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)