মতুয়াদের SIR বিরোধিতা এবার দিল্লিতে! ঠাকুরবাড়ি থেকে অনশন প্রত্যাহার ১৪ জনের
প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাসত: এসআইআরের বিরোধিতায় মতুয়াদের স্বার্থে আরও বৃহৎ আন্দোলন হবে। প্রয়োজনে দিল্লিতেও হবে অনশন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরবাড়ির সামনে থেকে আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছিলেন তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী। আর শুক্রবার সবমিলিয়ে অনশন তুলে নিলেন মোট ১৪ জন। তবে সংঘাধিপতি মমতাবালা ঠাকুর-সহ এখনও ১০ জন মতুয়া অনশন চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশনকারীদের সঙ্গে দেখা করতে এসে দিল্লিতে প্রতিবাদে আন্দোলন করার পরামর্শ দিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, “এসআইআরের প্রতিবাদে যদি আন্দোলন করতেই হয়, তাহলে দিল্লির যন্তরমন্তরে গিয়ে আন্দোলন করুন। আগামী ১ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হবে। এই সময় দিল্লিতে আন্দোলন করে কেন্দ্রের বিজেপি সরকারকে একটা অর্ডিন্যান্স আনতে বাধ্য করান। যাতে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও মতুয়াদের ভোটাধিকার দেয় কেন্দ্র।” এরপরই ঠাকুরনগরের মঞ্চ থেকে অনশন প্রত্যাহার প্রসঙ্গে সংঘের সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, “আন্দোলন দিল্লি নিয়ে যেতে পারলে মতুয়াদের দাবি আরও প্রাসঙ্গিক হবে, এটা ঠিক। তাই পরবর্তীতে আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজনীয় কাজে আমি-সহ কয়েকজন অনশন প্রত্যাহার করছি।”
এসআইআর নিয়ে মতুয়াদের অবস্থানকে সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা, বাম প্রতিনিধিরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন মঞ্চে উপস্থিত হলেও তৃণমূলের কোনও নেতা না আসা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই শুক্রবার ঠাকুরবাড়িতে যান বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অনশনের দশম দিনে আমরণ অনশনে অংশগ্রহণকারী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এই আন্দোলনের সমর্থনের কথাও জানান মনোরঞ্জন। মমতাবালা ঠাকুর বলেন, “অধীর চৌধুরী আমাদের দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন, তবে মতুয়াদের স্বার্থে আন্দোলন বৃহত্তর করার পরিকল্পনা আমাদের আগেই ছিল। শনিবার মতুয়াদের বিভিন্ন সংঠনের সঙ্গে বৈঠকের পরেই আন্দোলনের পরবর্তী চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে।”