• রাস্তাতেই বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে ‘খুন’, হাড়হিম ঘটনা পুরুলিয়ায়
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে খুন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে। ঘটনার পর পালিয়ে গেলেও পরে ওই অভিযুক্ত যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ, শুক্রবার দুপুর এই ঘটনার পরে প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মৃত ওই বৃদ্ধ দম্পতির নাম হাঁড়িরাম সিং সর্দার ও তার স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার। কিন্তু কী কারণে খুন? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু? সেই বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের হাড়াত গ্রামের বাসিন্দা ছিলেন ওই দম্পতি। অভিযুক্ত যুবক ঘটক সিং সর্দার তাঁদেরই প্রতিবেশী। আজ, শুক্রবার দুপুরে বৃদ্ধা বিন্দেশ্বরী সিং সর্দার জল আনার জন্য যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় লাঠি দিয়ে ওই বৃদ্ধাকে মারতে থাকেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। স্ত্রীকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন বৃদ্ধ হাঁড়িরাম সিং সর্দার। তাঁকেও লাঠি দিয়ে ওই যুবক বেধড়ক মারেন বলে অভিযোগ। স্বামী ও স্ত্রী দু’জনেই রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন! এদিকে হামলার পরই এলাকা থেকে পালান ওই অভিযুক্ত।

    দম্পতির সন্তান ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ওই বৃদ্ধার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    পুলিশ ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় বলে খবর। কী কারণে ওই দম্পতিকে খুন করা হল? ব্যক্তিগত আক্রোশ নাকি শত্রুতার কারণে এই ঘটনা? সেই কারণ খোঁজার কাজ করছেন তদন্তকারীরা। ধৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর মানসিক সমস্যা আছে। চিকিৎসাও চলছিল। তদন্তকারীরা সেই বিষয়টিও খতিয়ে দেখছে। ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উত্তেজনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)