শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রেকর্ড আয়, নতুন বছরেই চালু হতে পারে সিংহ সাফারি
প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: এবার পুজোর মরশুমে রেকর্ড আয় শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। ২০২৪ সালের তুলনায় ১০ লক্ষ টাকার বেশি রোজগার হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। আগামী বছরের শুরুতেই সিংহ সাফারি চালু হতে পারে। সেই সুখবরও শোনা যাচ্ছে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, এবার পুজোর মরশুমে বেঙ্গল সাফারিতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। ওই কারণে রেকর্ড আয় হয়েছে। পার্কের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও নতুন প্রাণী আনা হচ্ছে।
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে দুর্গাপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত পুজো মরশুমে বেঙ্গল সাফারি পার্কে রোজগার হয়েছিল ৬১ লক্ষ টাকা। চলতি বছরের অক্টোবর মাসে রোজগার হয়েছে ৭১ লক্ষ টাকা। অর্থাৎ পুজোর মরশুমে গত বছরের তুলনায় বেশি পর্যটক এসেছিলেন। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, গতবারের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে এটাই রেকর্ড আয়। ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতের মরশুম। আরও নতুন ১৮ টি প্রাণী পর্যটকরা দেখার সুযোগ পাবেন। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই চালু হতে পারে সিংহ সাফারি। আগামী দিনে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
চলতি বছরের জুলাই মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল ১৮ টি নতুন বন্যপ্রাণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক পাখি, এক জোড়া স্পুন বিল পাখি, একজোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। এতদিন ওই প্রাণীদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। এবার ডিসেম্বরের শুরুতে সেগুলিকেও পর্যটকদের সামনে আনা হবে বলে খবর। শীতের মরশুমে এইসব প্রাণীকে দেখতে আরও পর্যটক ও স্থানীয়রা সাফারি পার্কে ভিড় করবেন। এমনই মনে করছে সাফারি কর্তৃপক্ষ।