• পতিতাপল্লির মহিলাকে খুনের চেষ্টা করে অভিযুক্তেরই মৃত্যু! রহস্য ঘনীভূত বরানগরে
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: পতিতাপল্লির মহিলাকে খুনের চেষ্টা করেছিল এক ব্যক্তি। সেই অভিযুক্তেরই এবার রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বরানগর এলাকায়। বৃহস্পতিবার রাতে বরানগরের লেবুবাগান বস্তি এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত মহিলা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা এই ঘটনা ঘটাল, কারণই বা কী? তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম শংকর মাহাতো, বয়স ৬৩ বছর। তার বাড়ি বনগাঁয়। লেবুবাগান বস্তির পতিতাপল্লির এক মহিলার কাছে প্রায়ই আসত শংকর। বুধবার রাতেও এসেছিল। বৃহস্পতিবার ভোরে পতিতার চিৎকারে পল্লির অন্যান্যরা জড়ো হয়ে দেখেন, চপার দিয়ে পতিতাকে এলোপাথাড়ি কোপাচ্ছে শংকর। তখনই উপস্থিত স্থানীয়রা পিছন থেকে শংকরকে ধরে নেয়।

    এরপর উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠেন। তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে শংকর মাটিতে পড়ে যায়। তাকে ফেলেই আক্রান্ত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চপারের কোপে তাঁর হাত ও মাথায় আঘাত লেগেছে বলে জানান চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়ে যায়। এদিকে, পতিতাপল্লিতে মহিলাকে খুনের চেষ্টার খবর পেয়ে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর অসুস্থ অবস্থায় শংকরকে উদ্ধার করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থাতেই বৃহস্পতিবার মৃত্যু হয় শংকরের। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারেন, পতিতাকে আক্রমণ করার সময়েই অসুস্থ বোধ করছিল শংকর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, আক্রান্ত মহিলার দিকেও নজর রাখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)