• শ্রীনগরে থানার মধ্যেই বাজেয়াপ্ত করা বিস্ফোরক বিস্ফোরণ
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • থানার ভেতরেই অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ। ওই বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছিল। শ্রীনগরের নওগামে পুলিশ স্টেশনের ভেতরেই বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ হয়। ঘটনায় হতাহতের আশঙ্কা করছে পুলিশ।

    পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও সূত্রের খবর।

    সূত্রের খবর, বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল জম্মু-কাশ্মীরের পুলিশ। শুক্রবার রাতে, থানার ভিতরে ওই বিস্ফোরক পরীক্ষা করে দেখছিলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই সেখানে আসেন পদস্থ পুলিশ আধিকারিক এবং দমকলের কর্মীরা।

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা ২০মিনিট নাগাদ দক্ষিণ শ্রীনগরে ওই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। নওগাম থানার কমপ্লেক্সের মধ্যে এই বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

    প্রসঙ্গত, দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঠিক আগে হরিয়ানার ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনার তদন্ত করছে নওগাম থানার পুলিশ। কারণ ফরিদাবাদ মডিউল নিয়ে প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল নওগাম থানায়।

    পুলিশ সূত্রে খবর, কী কারণে এই বিস্ফোরণ তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আধিকারিকদের মতে, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে এই বিস্ফোরণের ছবি। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, এই বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। থানার ভবনের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় পাওয়া যায় জৈস-ই-মহম্মদ সংগঠনের পোস্টার। সেই পোস্টারের সূত্র ধরেই চিকিৎসক এবং উচ্চ-শিক্ষিত ব্যক্তিদের জঙ্গি-মডিউলের কথা প্রকাশ্যে আসে। এই পোস্টারের নিরাপত্তা রক্ষী এবং কাশ্মীরের বাইরে বড় ধরনের হামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নওগাম থানার পুলিশ গ্রেপ্তার করে আদিল আহমেদ নামে এক চিকিৎসককে। এর জেরেই হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্ক-এর সন্ধান পাওয়া যায়। গত সোমবার ফরিদাবাদ থেকে উদ্ধার হয় প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক। তার পরেই সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ হয়। তাতেই মৃত্যু হয় ১৩ জনের।

  • Link to this news (এই সময়)