• ভোটাধিকার যাত্রাপথের সব আসনেই পিছিয়ে রাহুলের কংগ্রেস
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • পাটনা: বিজেপি ভোট চুরি করছে। আর ভোট চুরির নতুন হাতিয়ার এসআইআর। এমনই অভিযোগ তুলে চলতি বছরের আগস্টে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিনের পর দিন বিহারের মাটি কামড়ে পড়েছিলেন। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, এবার বুদ্ধভূমিতে হাওয়া বদলের পালা। শুক্রবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বদলে গেল গোটা চিত্রটাই। তথ্য বলছে, বিহারের ভোটাধিকার যাত্রাপথ সংলগ্ন সবক’টি বিধানসভা আসনেই পিছিয়ে কংগ্রেস। সম্পূর্ণ ব্যর্থ ‘রাহুল-ম্যাজিক’। ২০২০ সালে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৯.৪৮ শতাংশ। এবার তা ৮.৭৭ শতাংশ (এখনও গণনা চলছে)। বিহারের সাসারাম থেকে ভোটাধিকার যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। শেষ হয়েছিল পাটনায়। যার মধ্যে রয়েছে ২৫টি জেলা ও ১১০টি বিধানসভা। গণনায় দেখা গিয়েছে, দীর্ঘ যাত্রাপথের একটি বিধানসভার মানুষও ভরসা রাখেনি ‘হাতে’র উপর। তবে ওই রুটের বাইরে মাত্র পাঁচটি আসন—বাল্মীকি নগর, চানপাতিয়া, আরারিয়া, কিষানগঞ্জ ও মণিহারিতে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর দল। রাজ‌নৈতিক বিশ্লেষকদের কথায়, এর আগে ২০২৪ লোকসভা নির্বাচন ও ২০২৩ সালের তেলেঙ্গানা ভোটে কাজে দিয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। তেলেঙ্গানায় সরকারও গড়ে হাত শিবির। কিন্তু বিহারে ‘রাজনীতির গঙ্গা’য় কোথাও যেন তলিয়ে গেল সব কৌশল।
  • Link to this news (বর্তমান)