• নীতীশকেই মুখ্যমন্ত্রী চাই, জোর প্রচার সমর্থকদের, ‘টাইগার জিন্দা হ্যায়’
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • পাটনা: বিহারে বিপুল জয় এনডিএর। তার পরেই পাটনার আকাশ-বাতাসে ঘুরপাক খাচ্ছে একটাই নাম—নীতীশ কুমার। শুক্রবার সকাল থেকে ভোটের ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হয়ে যেতেই নীতীশের নামে জয়ধ্বনি দিতে থাকেন জেডিইউ সমর্থকরা। হাজির হয় নতুন ফ্লেক্স। দেওয়ালে পড়ে নতুন সব পোস্টার। পুরোটাই নীতীশময়। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আসনেও কি তাঁকেই দেখা যাবে? 

    এদিন পাটনাজুড়েই ছিল নীতীশ অনুগামীদের দাপট। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অত্যুৎসাহী সমর্থকরা হাজির হন একটি সুবিশাল পোস্টার নিয়ে। সেখানে হুঙ্কাররত একটি বাঘের পাশে দাঁড়িয়ে নীতীশ কুমার। উপরে হিন্দিতে লেখা, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’। হিন্দু-মুসলিম-শিখ-ইসাই, সবাইকে অনেক ধন্যবাদ। এই পোস্টার পড়তেই শুরু হয়ে যায় প্রবল হইচই। সমর্থকদের দাবি, এখন সবে ভোটের ফলের ট্রেন্ড দেখা যাচ্ছে। তা থেকে একটা বিষয় স্পষ্ট—বিহারের রাজনীতিতে আসল বাঘ নীতীশ কুমারই। বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে জেডিইউ প্রধানের বাড়ির সামনে। দেখা মেলে আরও একাধিক পোস্টারের। তার কোথাও লেখা, ‘হামারে বিহার মে এক স্টার, হর বার নীতীশ কুমার’, আবার কোনওটায় লেখা, ‘বিহার কা মতলব নীতীশ কুমার’ । কয়েকজন আবার নীতীশ কুমারের ঢাউস ছবিওয়ালা পোস্টার নিয়ে আসেন। সেখানে পিছনে ছোট করে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া। এই পর্বেই দেখা যায় আরও একটি পোস্টার, যাতে লেখা, ‘বিহার কে যশস্বী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থে, হ্যায়, অউর রেহেঙ্গে’। এখানেই শেষ নয়। এদিন সকালে ভোটগণনার শুরুতেই জেডিইউয়ের এক্স হ্যান্ডলে লেখা হয়, বিহার তৈরি। ফের নীতীশের সরকার আসছে। সঙ্গে হ্যাশট্যাগ, ‘২৫ সে ৩০, ফির সে নীতীশ।’ আরও বড় ঘটনাটি ঘটে এদিন  দুপুরে। ২টো ৪১ মিনিটে জেডিইউয়ের এক্স হ্যান্ডলের একটি পোস্টে লেখা হয়, অতীত বা ভবিষ্যৎ নয়, নীতীশ কুমার বিহারের ছিলেন, আছেন, থাকবেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে দেওয়া হয়। তার পরেই প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর পদ ঘিরে কি ফের দুই এনডিএ শরিক বিজেপি ও জেডিইউয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে? চলতি নির্বাচনের প্রচারপর্বে বিজেপির সঙ্গে নীতীশের দূরত্ব ছিল রীতিমতো স্পষ্ট। মুখ্যমন্ত্রী কে হবেন, সেই দ্বন্দ্বেই দুই জোটশরিকের মধ্যে ফাটল বলে প্রচারে নামে মহাগঠবন্ধন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। 
  • Link to this news (বর্তমান)