বিশেষ সংবাদদাতা, পুলওয়ামা: দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই-২০ গাড়ির চালক ডাঃ উমর উন নবির পুলওয়ামার বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এর পরেই রাতভর পুলওয়ামা সহ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় কাশ্মীর পুলিশ। উমরের পরিবারের তিন সদস্য সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, উমর আগে দু’জন কাশ্মীরি চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। ওই দুই চিকিৎসককে ফরিদাবাদ টেরর মডিউল মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল।