মুজাফ্ফরকে পেতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে কাশ্মীর পুলিশ
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
শ্রীনগর ও নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এক কাশ্মীরি চিকিৎসক গোয়েন্দাদের স্ক্যানারে। ফাঁস হওয়া মেডিকেল মডিউলে জড়িত থাকার অভিযোগে মুজাফ্ফর রাঠের নামে ওই ডাক্তারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আর্জিতে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘটনাচক্রে, মুজাফ্ফরের ভাই চিকিৎসক আদিল আহমেদ রাঠেরকে বিস্ফোরক উদ্ধারের মামলায় আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ডাঃ মুজাফ্ফর রাঠেরও দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ এলাকার বাসিন্দা ছিল। যুক্ত ছিল ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ডাঃ উমর নবি, মুজাম্মিল শাকিল ও মুজাফ্ফর ২০২১ সালে ২০ দিনের জন্য তুরস্কে গিয়েছিল। আরও জানা গিয়েছে, গত আগস্টে মুজাফ্ফর ভারত ছেড়ে আফগানিস্তানে চলে যায়। এবিষয়ে অবগত এক আধিকারিক জানিয়েছেন, মামলার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। তাই জম্মু ও কাশ্মীর পুলিশ রেড কর্নার নোটিশ জারির লক্ষ্যে সরাসরি ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে না। তবে তারা এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।