• তরণ তারণে জয় আম আদমি পার্টির, পঞ্চম স্থানে বিজেপি
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • তরণ তারণ:  পাঞ্জাব উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল আম আদমি পার্টি। শুক্রবার তরণ তারণ বিধানসভা কেন্দ্রে ১২ হাজারের বেশি ভোটে জিতলেন আপ প্রার্থী। শিরোমণি অকালি দলের প্রার্থী সুখবিন্দর কৌর রানধাওয়াকে হারিয়ে দিলেন আপের হরমিত সিং সান্ধু। মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই উপনির্বাচনে, তারমধ্যে বিজেপি প্রার্থী শেষ করেছে পঞ্চম স্থানে। 

    বিপুল ভোটে জয়ের খবর মিলতেই উৎসব শুরু পাঞ্জাবের শাসক শিবিরে। তরণ তারণের পাশাপাশি চণ্ডীগড়ের পার্টি অফিসেও চলে উদযাপন। ঢোল, নাগাড়ার পাশাপাশি বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতেন নেতাকর্মীরা। চলে দেদার মিষ্টিমুখ। এদিন ভোট গণনার শুরু থেকে অবশ্য এগিয়ে ছিলেন শিরোমণি অকালি দলের প্রার্থী রানধাওয়া। প্রথম তিন রাউন্ডে পিছিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড থেকে কামব্যাক করেন আম আদমি প্রার্থী হরমিত। 
  • Link to this news (বর্তমান)