ইডেনে বিজ্ঞাপন মামলা: কলকাতা পুরসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপে বিজ্ঞাপন মামলায় কলকাতা কর্পোরেশনের আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলা ছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)র বিরুদ্ধে। কর্পোরেশনের দাবি, ইডেন গার্ডেন্স পাবলিক প্লেস। সেখানে কোনও বিজ্ঞাপন প্রচার করলে কর্পোরেশনকে কর (ট্যাক্স) দিতে হবে। সেই মতো ১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান (১১ ফেব্রুয়ারি ১৯৯৬) এবং সেমিফাইনাল ম্যাচের (১৩ মার্চ ১৯৯৬) সময় যে বিজ্ঞাপন প্রচার হয়েছে, তার উপর কর দিতে হবে। সিএবির কাছে চাওয়া হয়, ৫১ লক্ষ ১৮ হাজার ৪৫০ টাকা। কলকাতা হাইকোর্টে এই মামলায় হার হয় কলকাতা কর্পোরেশনের। সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেও একই ফল হল। কলকাতা মিউসিপ্যাল কর্পোরেশনের হয়ে আইনজীবী জয়দীপ গুপ্ত এদিন শুনানিতে আদালতকে বোঝানোর চেষ্টা করেন যে, ইডেনে খেলার যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তা রাস্তার যেকোনও জায়গা থেকেই দেখা গিয়েছে। টিভিতেও খেলা সম্প্রচার হয়েছে, সেখানে কলকাতাকে দেখা গিয়েছে। ফলে পাবলিক প্লেসের বিজ্ঞাপন বলেই তা গণ্য করতে হবে। কর্পোরেশনের আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কার্যত পত্রপাঠ মামলা খারিজ করে দেয়। বিচারপতি মেহতা বলেন, এক তো স্টেডিয়ামের মধ্যে ওরা বিজ্ঞাপন দেখিয়েছে। তাছাড়া কেউ যদি মাঠের মধ্যে ড্রোন চালিয়ে সেখানে বিজ্ঞাপন দেখায়, সেটি রাস্তা থেকে দেখা যাচ্ছে বলে কি পাবলিক প্লেস বা জনসমাগমের উন্মুক্ত স্থান বলতে পারেন? মামলা খারিজ।