• সীমান্তে ধাওয়া করে পাচারকারীকে ধরলেন মহিলা বিএসএফ জওয়ান
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আন্তর্জাতিক সীমান্তে পাচার রুখলেন বিএসএফের মহিলা কনস্টেবল। একা ধাওয়া করে গাইঘাটা সুটিয়া এলাকা থেকে গাঁজা পাচারকারীকে আটক করলেন তিনি। ঝুঁকি ছিল যথেষ্ট। কারণ, পাচারকারীরা অনেক সময়েই আত্মরক্ষার জন্য গুলি চালায়। সবদিক সামলে ঠান্ডা মাথায় অভিযান চালালেন কনস্টেবল বনিতা জেনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৭ নম্বর ব্যাটেলিয়নের দায়িত্বে ছিলেন বনিতা। টহল দেওয়ার সময় ভারতের দিক থেকে বাংলাদেশ অভিমুখে সাইকেল নিয়ে যাওয়া এক ব্যক্তিকে দেখতে পান। তার চালচলন দেখে সন্দেহ হয় বনিতার। তিনি থামতে বলেন। কিন্তু নির্দেশ না মেনে চলে যাচ্ছিল পাচারকারী। সঙ্গে সঙ্গে ধাওয়া করেন তিনি। পালাতে গিয়ে পাচারকারী সাইকেল ফেলে দেয়। অন্ধকার নামতে থাকা সময়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবুও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৯০০ গ্রাম গাঁজা। যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। পাশাপশি একটি সাইকেলও উদ্ধার হয়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক নীলোৎপল কুমার পাণ্ডে বলেন, মহিলা নিরাপত্তাকর্মীর সাহসিকতা ও দক্ষতার কারণেই এই পাচারচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা জওয়ানরা বারবার তাঁদের যোগ্যতা প্রমাণ করেছেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)