• ডিরেক্টর পদের টোপ দিয়ে প্রতারণা
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোম্পানির ডিরেক্টর করার টোপ দিয়ে ৩৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে বিক্রম কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পর্ণশ্রী থানা। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে নিউটাউনের সাপুরজি আবাসন থেকে ধরা হয়। পর্ণশ্রীর ওই যুবকের সঙ্গে অভিযুক্তের ২০২৩ সালে পরিচয় হয়েছিল একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে। অভিযুক্ত জানায়, তার পরিচিত একটি কোম্পানি রয়েছে। সেখানে ডিরেক্টর খোঁজা হচ্ছে। তাকে ৩৫ লক্ষ টাকা দিলে ডিরেক্টর বানিয়ে দেবে। এই টোপ গিলে অভিযোগকারী ৩৫ লক্ষ টাকা দিয়ে বসেন। এরপরই যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত। পর্ণশ্রী থানায় অভিযোগ হলে পুলিশ তাকে গ্রেফতার করে। 
  • Link to this news (বর্তমান)