নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনারপুর কাণ্ডে বড় স্বস্তি পেলেন শুল্ক আধিকারিক। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর আগে ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশ প্রাথমিক অনুসন্ধান না করেই এফআইআর দায়ের করেছে। এরপরেই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া ওই এফআইআর খারিজের নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ। গাড়িতে ধাক্কা লাগার একটি ঘটনাকে কেন্দ্র করে সোনারপুরের ওই শুল্ক আধিকারিকের সঙ্গে অটোচালকদের বচসা হয়। ঘটনার পর ৫০-৬০ জন দুষ্কৃতী শুল্ক আধিকারিকের আবাসনে ভাঙচুর চালায়। পাল্টা শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেটাই এদিন খারিজ করল হাইকোর্ট।