নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল বারাসত থানায়। স্থানীয় বাসিন্দা সুদীপ মহলানবিশ বারাসতের সাইবার সেলেও অভিযোগ করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে বারাসতের সরোজ পার্ক এলাকার বাসিন্দা সুদীপ সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। প্রতারকদের কথা মতো তিনি নথিপত্র পাঠান। পরে তিনি জানতে পারেন, রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরে চাকরি পেয়ে গিয়েছেন। এরপরই প্রতারকদের কথা মতো ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৩০০ টাকা অনলাইন পেমেন্ট করেন।
পরবর্তীতে মেডিক্লেমের জন্য আরও ২ হাজার ৩০০ টাকা পাঠাতে বলে প্রতারকরা। তাতেই সন্দেহ হয় সুদীপের। টাকা না দিয়ে তিনি আগের টাকা ফেরত চান। এরপর প্রতারকরা ফোনের সুইচ অফ করে দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সুদীপ পুলিশের দ্বারস্থ হন।