স্বরূপনগরের যুবককে আটকে রেখে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, ডোমকল: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের যুবককে অপহরণ করে আটকে রেখে দু’লক্ষ টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাতে ডোমকলের আলিনগরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। চার দুষ্কৃতীকেও গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের নাম রবিউল সরকার, তুহিন সরকার, ছবি বিশ্বাস ও মিরাজ মণ্ডল। তাদের সকলের বাড়ি ডোমকল থানা এলাকায়।
অপহৃতের নাম অনিমেষ মাল। বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। অনিমেষের দাবি, এক যুবকের সঙ্গে সে করিমপুরে এসেছিল। কাজ করলে টাকা দেবে বলে জানিয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছতেই দুষ্কৃতীদের হাতে তাকে তুলে দিয়ে ওই যুবক সুযোগ বুঝে চম্পট দেয়। এরপরই তাকে তুলে নিয়ে গিয়ে ডোমকল থানার একাধিক এলাকায় আটকে রাখা হয়। পরিবারের সদস্যদের ফোন করে দু’লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অনিমেষের পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে। সেখান থেকে বিষয়টি জানানো হয় ডোমকল থানায়। মুক্তিপণ নেওয়ার জন্য দুষ্কৃতীদের পাঠানো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে একজনকে ডোমকল থানার পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই আরও তিনজনকে ধরা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় অপহৃত অনিমেষকেও।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে সোনা নিয়ে কোনও লেনদেন থেকেই গন্ডগোলের সূত্রপাত। সেই লেনদেনের জন্যই ওই জেলার যুবক ডোমকলে এসেছিল এবং তার সঙ্গে অনিমেষও আসে। পরিস্থিতি বেগতিক বুঝে ওই যুবক পালিয়ে গেলেও অনিমেষকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।