নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হুগলির চুঁচুড়ায় জেলার শীর্ষ প্রশাসনিক কর্তা, বিভিন্ন স্কুলের প্রতিনিধি ও পুলিশ কর্তাদের নিয়ে ওই বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ও শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, পরীক্ষার জেলা কনভেনার দেবাশিস বসু প্রমুখ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, হুগলিতে এবারের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। তবে রেজিস্ট্রেশনের হিসেবে ওই বৃদ্ধি দেখা গেলেও আগামী ২ ডিসেম্বর থেকে ফর্ম পূরণের কাজ শুরু হবে। তারপরেই পরীক্ষার্থীর প্রকৃত সংখ্যা মিলবে, এমনটাই জানিয়েছেন পর্ষদ কর্তারা। তবে এদিন রেজিস্ট্রেশনের নিরিখে পরীক্ষা আয়োজন ও নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা করা হয়।
এনিয়ে রামনুজ গঙ্গোপাধ্যায় বলেন, গত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষা সুনিপুণভাবে আয়োজন করেছি আমরা। সমস্ত মহলের প্রচেষ্টায় পরীক্ষা ব্যবস্থাকে একটি বাড়তি উচ্চতায় তোলা সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতা অটুট রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ। সেই কাজ সুষ্ঠুভাবে করতেই জেলাওয়াড়ি বৈঠক করা হচ্ছে। যাবতীয় সুবিধা ও সমস্যার কথা পর্যালোচনা করে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে। শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীরবাবু বলেন, গতবারও হুগলিতে আমরা নির্বিঘ্নে পরীক্ষাপর্ব শেষ করেছি। এবারও তা করা হবে। এ বিষয়ে আমরা পর্ষদকে আশ্বাস দিয়েছি। হুগলি জেলার পরীক্ষা কনভেনর দেবাশিস বসু বলেন, রেজিস্ট্রেশনের নিরিখে এবার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬৪৭ জন। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৫২ হাজার ৩০২ জন।