নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি বিস্ফোরণে শুক্রবার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আটক করা হল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে। বর্তমানে হরিয়ানার বাসিন্দা ওই পড়ুয়া জান নিসার আলম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে এসেছিল। সেখান থেকেই এনআইএ তাকে আটক করে। সে ফরিদাবাদের মেডিকেল মডিউলের সদস্য বলে সন্দেহ গোয়েন্দাদের।