• এসআইআরের মধ্যেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল কমিশন
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর শেষ হলেই রাজ্যে বেজে যাবে ভোটের দামামা। সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতির কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। আগামী ২১শে নভেম্বর রাজ্যের সমস্ত জেলাশাসককে নিয়ে বৈঠকে বসতে চলেছে কমিশন। সূত্রের খবর, ওই বৈঠকে ইভিএম নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। আরও জানা যাচ্ছে, ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীও। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালেরও থাকার কথা রয়েছে ওই বৈঠকে। মূলত ইভিএম নিয়ে কীভাবে প্রশিক্ষণ দিতে হবে, সে বিষয়েই আলোচনা হওয়ার কথা। পরবর্তী সময়ে স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাতে যাতে কোনও সমস্যা না হয়।  পরবর্তীতে এই প্রশিক্ষণের মাধ্যমেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের মক পোল সহ ইভিএমের যাবতীয় কার্যবিধি বোঝাবেন প্রতিনিধিরা। এছাড়া, চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ এসআইআরের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসবে কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল। পরবর্তীতে তারা একটি রিপোর্ট দেবে কমিশনকে।
  • Link to this news (বর্তমান)