• আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিয়ে ৪০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, পুলিশের জালে অ্যাপ ক্যাব চালক
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই ঘটনায় বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানার পুলিশ এক্সাইডের মোড় থেকে এক অভিযুক্তকে পাকড়াও করে। সে পেশায় অ্যাপ নির্ভর ক্যাবের চালক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম প্রেম সিং। বাড়ি বিহারের মধুবনিতে। অভিযোগকারিণী একটি বেসরকারি সংস্থায় কর্মরতা। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তোলা হয়। বিচারক বিশাখা চৌধুরি তাঁকে ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন অভিযোগকারিণীর গোপন জবানবন্দির আর্জিও মঞ্জুর হয়েছে। আগামী সপ্তাহে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী আদালতে বলেন, ‘অভিযুক্ত চালকের সঙ্গে গাড়িতে যাতায়াতের সূত্রেই যোগাযোগ হয় যুবতীর। পরে তাঁদের সম্পর্ক বাড়তে থাকে। তাঁকে বিয়েরও প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ, সেই সুযোগে যুবতীর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে অভিযুক্ত। পরে সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দফায় দফায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরে আরও ১০ লক্ষ টাকা যুবতীর কাছ থেকে দাবি করা হয়। শেষ পর্যন্ত অভিযোগকারিণী পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী ১০ লক্ষ টাকা দেওয়ার টোপ দিয়ে বৃহস্পতিবার এক্সাইডের মোড়ে ডেকে আনে প্রেম সিংকে। টাকা নিতে এলেই পুলিশের জালে ধরা পড়ে সে। এদিন ধৃতের তরফে আদালতে দাবি করা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাঁর আইনজীবী যে কোনও শর্তে জামিনের আর্জি জানান। যদিও সেই আর্জি নাকচ হয়ে যায়।     
  • Link to this news (বর্তমান)