• অপহরণ করে লুটের অভিযোগ, গ্রেফতার দুই
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  পুরোনো মোবাইল কিনে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। বন্ডেল রোডে নিয়ে গিয়ে তাঁর দুটি মোবাইল ও নগদ ৬৫ হাজার টাকা মারধর করে লুট করা হয় বলে অভিযোগ। কসবা থানা তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে থানা। চারজন এখনও পলাতক।

    মহেশতলার বাসিন্দা সৌরভ রং পুরোনো মোবাইল কেনাবেচার ব্যবসা করেন। সোশ্যাল মিডিয়ায় পুরোনো মোবাইল বিক্রি বিজ্ঞাপন দেখে একটি নম্বরে কথা বলেন। কয়েকদিন আগে তাঁকে কসবার বোসপুকুর এলাকায় রাত সাড়ে দশটা নাগাদ আসতে বলা হয়। সেইমতো তিনি পৌঁছলে সোনাই নামে এক ব্যক্তি কয়েকটি মোবাইল দেখায়। তার মধ্যে থেকে দুটি মোবাইল পছন্দ করেন অভিযোগকারী। হাজার চল্লিশেক টাকা দিয়ে মোবাইলটি কেনার পর বাইক নিয়ে বের হন। কিছুটা যাওয়ার পরই জনা ছয় দুষ্কৃতী তার রাস্তা আটকে জোর করে সৌরভকে অন্য বাইকে তুলে নেয়। বন্ডেল গেট এলাকায় নিয়ে এসে তাঁকে মারধর করে দুটি মোবাইল ও ৬৫ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা।
  • Link to this news (বর্তমান)