• এক সপ্তাহে শহরে ডেঙ্গু আক্রান্ত ১৩৯, চিন্তায় পুরসভা
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষে আচমকা কলকাতায় বাড়ল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৯ নভেম্বর পর্যন্ত) শহরে নতুন করে ১৩৯ জন নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত। চলতি বছর সাপ্তাহিক বৃদ্ধির নিরিখে এই বৃদ্ধি সর্বোচ্চ। অর্থাৎ কোনও এক সপ্তাহে যতজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সেই হিসেবকে মাপকাঠি ধরলে এই বৃদ্ধি রেকর্ড। স্বাভাবিকভাবেই এ ঘটনা চিন্তা বাড়িয়েছে নাগরিকদের। যদিও পুরসভার স্বাস্থ্যকর্তাদের ব্যাখ্যা, শীতের আমেজ পড়েছে শহরে, আগামী সপ্তাহে বৃদ্ধির হার খানিকটা কম হতে পারে। অকারণ আতঙ্কের কিছু দেখছেন না তাঁরা।

    পুরসভার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্ত হন ১ হাজার ২৪৫ জন। আগের সপ্তাহে অর্থাৎ ২ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ হাজার ১০৬। অর্থাৎ গত এক সপ্তাহে ১৩৯ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পুরসভার এক স্বাস্থ্যকর্তা বলেন, এর আগে কোনও এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত যত সংখ্যক বাড়ছিল, তার মধ্যে একটা ধারাবাহিকতা ছিল। ১০০ সংখ্যার তলায় কমবেশি ওঠানামা করছিল। কখনও ৫৫ কিংবা ৬৫ জন, কোনও সপ্তাহে ৭২ বা ৭৭ জন, কোনও সপ্তাহে আবার ৮০ থেকে ৯৩ জন আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু এ সপ্তাহে আচমকা এতটা বৃদ্ধি পেল সংক্রমণ। 

    তবে পুরসভার স্বাস্থ্যকর্তারা আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছেন। আচমকা কেন বাড়ল এই গ্রাফ? যখন শহরে শীতের আমেজ পড়ে গিয়েছে, তাপমাত্রা অনেকটাই কমেছে, তাহলে এই বৃদ্ধি কেন? পুরসভার  এক স্বাস্থ্যকর্তা বলেন, ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে যে রক্ত পরীক্ষা করানো হয়েছে তাতে দেখা গিয়েছে, ৭৬ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত। ১৩৯ জন নতুন আক্রান্তের মধ্যে বাকি ৬৩ জনের রক্ত পরীক্ষা ২ নভেম্বরের আগে হয়েছিল। ফলে এক সপ্তাহে আচমকা এতটা বেড়েছে, সেই হিসাব টেকনিক্যালি ঠিক নয়। তবে যেহেতু রক্ত পরীক্ষার রিপোর্ট পরে এসেছে, ফলে সেটা গত একসপ্তাহের সার্বিক হিসেব। অন্যদিকে পুর কর্তৃপক্ষের দাবি, সার্বিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে। ২০২৪ সালের ৯ নভেম্বর পর্যন্ত মাত্র ৯৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। আবার ২০২৩ সালে ওই সময় ১৩ হাজার ৮৬ জন শহরে ডেঙ্গু আক্রান্ত হন। ফলে অকারণ চিন্তা বা আতঙ্কের বিষয় নেই।
  • Link to this news (বর্তমান)