• বড়বাজারের বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগেছে বড়বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে। বিধ্বংসী আগুন সেখান থেকে ছড়িয়ে পড়েছে পাশের বিল্ডিংয়েও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন।

    দমকল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক দোকানে। ওই দোকানের দ্বিতীয় তলে আগুন লাগার পরে তা ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিন সামগ্রী থাকায় ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

    জানা গিয়েছে, এজরা স্ট্রিটের যেখানে আগুন লেগেছে সেখানে পাশাপাশি অনেকগুলি বৈদ্যুতিক সামগ্রীর দোকান এবং গুদাম আছে । সেখানে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

    সেখানে দমকলের আরও ইঞ্জিন যাচ্ছে বলেও জানা গিয়েছে।

    ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও। দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

    কী ভাবে এই আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

    ঘিঞ্জি এলাকায় আগুন লাগার কারণে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ওই এলাকার বিভিন্ন দোকান কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)