• LIVE: কলকাতার এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • দিল্লির লালকেল্লার কাছে গত সোমবারের বিস্ফোরণ যে কতখানি ভয়াবহ ছিল, আবারও তার প্রমাণ মিলল। সম্প্রতি লালকেল্লা মেট্রো স্টেশনের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় মাটির প্রায় ৪০ ফুট গভীরে অবস্থিত লালকেল্লা স্টেশনের একাধিক ফুডস্টল, দোকান-পাট কেঁপে উঠেছে। স্টেশনের মধ্যে থাকা মেট্রোর যাত্রীরাও ভয় পেয়ে গিয়েছিলেন।

    ভয়াবহ পথ দুর্ঘটনায় সুইডেনের স্টকহোমে মৃত্যু হলো ৬ জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সুইডেনের রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজির কাছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারে। ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    কলকাতার এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন। শনিবার ভোররাতে প্রথমে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে। সেখান থেকে আশপাশের একাধিক গুদাম ও বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে। এলাকার বাসিন্দা তীব্র আতঙ্কে রয়েছেন। এখনও পর্যন্ত জানা যায়নি কেউ হতাহত হয়েছেন কি না। দমকল সূত্রের খবর, যে এলাকায় আগুন লেগেছে, সেখানে রয়েছে অনেক অফিস, গুদাম এবং বসতবাড়ি। চেষ্টা করা হচ্ছে আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে। সূত্রের খবর, আগুন লাগার খবর পেয়ে এজরা স্ট্রিটে যাঁদের অফিস, দোকান ও গুদাম রয়েছে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

    আজ কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজ্যের সব জেলাতেই আজ ঠান্ডার আমেজ বজায় থাকবে। কোথাওই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)