• জলের তলায় ‘চোখ’, কোন অস্ত্র তৈরি করল DRDO?
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • জলের তলায় যুদ্ধের কথা ভেবে জোরকদমে প্রস্তুতি চলছিলই। এ বার দীর্ঘ গবেষণার ফলও এল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন তৈরি করেছে MP-AUV অর্থাৎ ম্যান পোর্টেবল আন্ডারওয়াটার ভেহিক্যাল, সেই কাজ সফলও হয়েছে। শুক্রবার বিষয়টি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

    জলের তলায় চালানো যায় এমন একাধিক যন্ত্র বা গাড়ি নিয়ে তৈরি এই সিস্টেম। এতে সাইড স্ক্যান সোনার রয়েছে, এতে রয়েছে ক্যামেরাও। সেগুলির মাধ্যমে জলের তলায় কোথাও মাইন বা সেরকম কোনও বিস্ফোরক রয়েছে কিনা তা স্পষ্ট করে রিয়েল টাইম ডিটেকশন করা যায় বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

    তবে গোটা কাজটি শুধুমাত্র কোনও ব্যক্তির উপর নির্ভর করবে না। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এমন একটি অ্যালগরিদম তৈরি করা হয়েছে, যেটি মাইন বা সেরকম কোনও জিনিস সহজেই খুঁজতে, চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে সাহায্য করবে।

    বিশাখাপত্তনমে DRDO-এর ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এই MP-AUV

  • Link to this news (এই সময়)