জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি-যোগ নেই, শনিবার স্পষ্ট জানাল সেখানকার পুলিশ। এ দিন জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নলিন প্রভাত বিস্ফোরণের ঘটনা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি জানান, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক এবং কেমিক্যাল পুলিশ স্টেশনের মধ্যেই যাবতীয় সতর্কতা অবলম্বন করে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনা নিয়ে অন্য সমস্ত জল্পনা ভুয়ো বলে জানিয়েছেন ডিজি। এই ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
দিল্লির লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশনে বিস্ফোরণের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃত নয় জনের অধিকাংশই পুলিশকর্মী এবং ফরেনসিক টিমের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
আহত আরও অনেকেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানায় রাখা হয়েছিল। আর সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। তার পরেও এই বিস্ফোরণ নিয়ে একাধিক জল্পনা চলছিল। এই পরিস্থিতি ঘটনাটির সঙ্গে জঙ্গিযোগের সমস্ত জল্পনা উড়িয়ে দিল পুলিশ। এই বিস্ফোরণ নিছক ‘দুর্ঘটনা’, দাবি ডিজিপির।
এই দুর্ঘটনায় নওগাম পুলিশ স্টেশনের বিল্ডিং ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।