• চোট নিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক গিল, ইডেনে নেমেই ছক্কার রেকর্ড পন্থের
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তি ও অস্বস্তি দুই মিলিয়েই ইডেন টেস্টের দ্বিতীয় দিন শুরু করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন সকালে অধিনায়ক শুভমান গিল মাঠ ছাড়লেন গলার পিছনে ব্যাথা নিয়ে। সেটা যদি অস্বস্তির কারণ হয়, তাহলে স্বস্তির কারণ হল চোট সারিয়ে স্বমহিমায় ফর্মে ফিরলেন ঋষভ পন্থ।

    দ্বিতীয় দিনের শুরুটা ধৈর্য ধরেই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল। কিন্তু প্রোটিয়া পেসারদের প্রাথমিক দাপট সামলে ঠিক যখন মনে হচ্ছিল বড় পার্টনারশিপ গড়বেন তাঁরা, তখনই হার্মারের মারণ ঘূর্ণির শিকার হলেন সুন্দর। প্রথমবার ৩ নম্বরে ব্যাট করতে এসে ৮২ বলে ২৯ করলেন ওই অলরাউন্ডার। ইডেনের ঘূর্ণি পিচে যা একেবারে ফেলনা নয়। তবে ভারত বড় ধাক্কাটি খেল সুন্দর প্যাভিলিয়নে ফেরার পর।

    ভালো ফর্মে থাকা অধিনায়ক শুভমান গিল নেমে মোটে ৩ বল খেলেই চোট নিয়ে মাঠ ছাড়লেন। গিলকে ঝকঝকে দেখাচ্ছিল। ৩ বলের মধ্যে একটি ভালো বাউন্ডারিও মারেন। কিন্তু তারপরই ঘাড়ের কাছে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। শেষমেশ ওই ব্যথা নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। টিম ইন্ডিয়ার আশা, অধিনায়কের চোট গুরুতর কিছু নয়। গিলের বদলে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক ঋষভ পন্থ অবশ্য স্বমহিমাতেয় খেলছেন। তিনি যে দীর্ঘদিন বাদে মাঠে ফিরলেন সেটা বোঝা যায়নি। কেশব মহারাজকে গগনচুম্বি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখনও পন্থই। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৯১। আগে এই রেকর্ড ছিল শেহওয়াগের দখলে তিনি হাঁকিয়েছেন ৯০ ছক্কা। রোহিত শর্মার ছক্কা সংখ্যা ৮৮।
  • Link to this news (প্রতিদিন)