কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে ইলেকট্রিক সরঞ্জামের গুদাম
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
কলকাতা, ১৫ নভেম্বর: শনিবার সাতসকালে কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন ভোরে টেরিটি বাজারের উল্টোদিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদামে বড়োসড়ো আগুন লাগে। ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের মোট ২০টি ইঞ্জিন। বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেটাই আপাতত মূল লক্ষ্য দমকলকর্মীদের।
এজরা স্ট্রিটে লাইন দিয়ে বৈদ্যুতিক সামগ্রীর দোকান আছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে,এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ২৬ নম্বর এজরা স্ট্রিটের গোডাউনে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংয়ে। গোডাউনটি একটি বহুতলে অবস্থিত। দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। গ্রাস করে গোটা বহুতলটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ল্যাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।