• রেকর্ড গড়ে ১২ ডিগ্রিতে নামল পুরুলিয়ার তাপমাত্রা, জানুন আজকের আবহাওয়া আপডেট
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ১৫ নভেম্বর : ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ। যার প্রভাবে কার্তিকের শেষে বঙ্গে ক্রমশ নামছে তাপমাত্রা। শনিবার সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দক্ষিণবঙ্গে যা নজিরবিহীন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই প্রথম দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নামল। সকালে শীতের আমেজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। শান্তিনিকেতনের তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৩.২ ডিগ্রি। রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে।

    তবে গত ২৪ ঘণ্টায় কলকাতা সহ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাড়তে পারে কুয়াশার সম্ভাবনাও। বেলার দিকে শীতের আমেজ কমবে।
  • Link to this news (বর্তমান)