বিহারে ২০০ পার, বিরাট জয়ে রাজ্যসভাতেও বাম্পার ফায়দার পথে বিজেপি
প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনে, গেরুয়া ঝড়। খড়কুটোর মত উড়ে গিয়েছে হাত-লন্ঠনের জোট। খাতা খুলতে পারেনি জন সুরজ। এই অবস্থায় বিজেপি এবং জেডিইউ জোটের জয়ে বড় লাভ হতে চলেছে সংসদে।
জানা গিয়েছে, বিহারে এনডিএ-র এই জয়ের পরে আসন্ন রাজ্যসভার নির্বাচনে, ১০ আসনেই সহজ জয় পেতে চলেছে শাসক জোট। এই ১০টি আসনের মধ্যে, বর্তমানে আরজেডির দখলে রয়েছে ৩টি। এর অর্থ হল বিহার থেকে রাজ্যসভায় এনডিএ তাদের সামগ্রিক আসন সংখ্যা আরও তিনটি বাড়াতে পারবে। ২৪৫টি আসনের রাজ্যসভায় এনডিএ-র ১৩৩টি আসন রয়েছে। পাঁচটি আসনের মেয়াদ আগামী বছর শেষ হবে। আরও পাঁচটি আসনের মেয়াদ ২০২৮ সালে নির্বাচন হবে। নরেন্দ্র মোদি সরকারের বর্তমান মেয়াদ ২০২৯ সালের মে মাসে শেষ হবে।
আরজেডির প্রেম চাঁদ গুপ্ত এবং এডি সিং, ডেপুটি চেয়ারম্যান জেডিইউ-এর হরিবংশ এবং রাম নাথ ঠাকুর এবং জাতীয় লোক মোর্চার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার মেয়াদ আগামী বছর শেষ হবে। জানা গিয়েছে, পাঁচটি আসনের নির্বাচনে প্রতিটি আসনে জেতার জন্য দলগুলির অন্তত ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে। ২০২টি আসন নিয়ে, এনডিএ প্রথম পছন্দের ভোটে সহজেই চারটি আসন পাবে। যেহেতু আরজেডি-নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের একটি আসন জয়ের জন্য প্রয়োজনীয় ৪২টি ভোট নেই, তাই এনডিএ দ্বিতীয় পছন্দের ভোটে পঞ্চম আসন জিততে পারে বলে জানা যাচ্ছে।
২০২৮ সালে, আরজেডির ফাইয়াজ আহমেদ, বিজেপির সতীশ চন্দ্র দুবে, মনন কুমার মিশ্র, শম্ভু শরণ প্যাটেল এবং জেডিইউ-এর খিরু মাহাতোর মেয়াদ শেষ হবে।