দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্স বাতিল, বড় পদক্ষেপ মেডিক্যাল কমিশনের
প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দিল জাতীয় মেডিক্যাল কমিশন। লাইসেন্স বাতিল করে দেওয়া হল, আদিল আহমেদ রাথর, মুজাফফর আহমেদ, মুজ়াম্মিল শাকিল এবং শাহীন সইদের। ফলে এখন থেকে দেশের আর কোথাও প্যাকটিস করতে পারবেন না তাঁরা। জানা যাচ্ছে, মেডিক্যাল রেজিস্টার অর্থাৎ আইএমআর এবং জাতীয় মেডিক্যাল রেজিস্টারও বাতিল করা হয়েছে বিস্ফোরণে নাম জড়ানো চার চিকিৎসকের। ইতিমধ্যে জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একাধিক তথ্যপ্রমাণ ঊঠে এসেছে। সেই সমস্ত তথ্য এবং প্রমাণ খতিয়ে দেখেই আদিল আহমেদ রাথর, মুজাফফর আহমেদ, মুজ়াম্মিল শাকিল এবং শাহীন সইদের বিরুদ্ধে ব্যবস্থা। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলার, জম্মু ও কাশ্মীর পুলিশ, কাশ্মীর মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকেও কমিশন তথ্য পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ। তবে আগেই জম্মু ও কাশ্মীরের মে়ডিক্যাল কাউন্সিল
মুজাফ্ফর, আদিল এবং মুজ়াম্মিলের লাইসেন্স বাতিল করে। এমনকী উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলও শাহীনের রেজিস্ট্রেশন বাতিল করেছে। এরপর জাতীয় মেডিক্যাল কমিশন দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে নাম জড়ানো চারজনের চিকিৎসকের লাইসেন্স বাতিল করল।
গত কয়েকদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি লালকেল্লা চত্বর। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। শুরু হয়েছ ধরপাকড়। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্য়ালয়। তদন্তে নেমে শুক্রবার বাংলা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। জানা যায়, উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। মা ও বোনকে নিয়ে পৈতৃক বাড়িতে বিয়েবাড়িতে এসেছিল। সেখান থেকে ফেরার পথে মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই ব্যক্তিকে পাকড়াও করেন তদন্তকারীরা। আপাতত শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ধৃতকে।