• ভোগান্তির নাম ব্লু লাইন! ১ ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক মেট্রো পরিষেবা
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: সকাল ৯টা থেকে ১০টা ২০ মিনিট। এক ঘণ্টা কুড়ি মিনিট পর কলকাতা মেট্রোর ব্লু লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা। শনিবার সকালে বিনা নোটিসে সিগন্যালিংয়ের কাজের ফলে ব্লু লাইনে ফের ভোগান্তির শিকার হন যাত্রীরা। আপ এবং ডাউনে দক্ষিণেশ্বর থেকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সেই সময় বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন অফিস যাত্রীরা।

    মেট্রো সূত্রে খবর, শনিবার সকাল ৯টা থেকে দক্ষিণেশ্বরে সিগন্যাল বিপত্তি শুরু হয়। তার ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়। দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বরানগর থেকে আপ এবং ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের। খুব শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলেই কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

    বলে রাখা ভালো, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে চলছে মেট্রো। তারই মাঝে মেট্রো কর্তৃপক্ষ আগেই জানায়, বেশ কিছু মেট্রোর মহানায়ক উত্তম কুমার স্টেশনেই যাত্রাপথ শেষ হয়ে যায়। ২৭২টির মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্ট্রেশন অবধি যাবে না। সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছনো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের দাবি, নয়া তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে। পুজোর সময় যদিও সেভাবে কোনও সমস্যা হয়নি। তবে পুজোর পর থেকে ফের একই অবস্থা। এখন যেন ভোগান্তির নাম ব্লু লাইন। তার ফলে অত্যন্ত বিরক্ত যাত্রীরা। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)