ফের অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কেন্দ্র! ১০০ দিনের বকেয়া দিতে না চাওয়ার কৌশল?
প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: আদালত নির্দেশ দিলেও একশো দিনের কাজ শুরু হওয়া ও এই বাবদ বকেয়া অর্থ পাওয়া নিয়ে সংশয়েই রাজ্য। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নতুন করে একমাসের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাওয়ায় নবান্ন মনে করছে, টালবাহানা করে একদিকে বকেয়া টাকা আটকে রাখা এবং অন্যদিকে নতুন করে একশো দিনের কাজ শুরু করার বিষয়টি নিয়েও সময় নষ্ট করার পথে হাঁটছে কেন্দ্র। কেন্দ্রের দেওয়া ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’-এর উত্তর প্রশাসনিকভাবে দেওয়াই দস্তুর। তা দেওয়াও হবে। কিন্তু তাতে যে কেন্দ্র সন্তুষ্ট হবে, তা মনে করছে না নবান্নের শীর্ষমহল।
তাঁদের মতে, এর আগে একাধিকবার এই ধরনের চিঠির উত্তর ব্যাখ্যা করে পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৪০-এরও বেশি কেন্দ্রীয় দল পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে। তারাও রিপোর্ট দিয়েছে সংশ্লিষ্টমন্ত্রকে। তারপরেও আদালতেও রাজ্যর দাবিই প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় দ্রুত একশো দিনের কাজ রাজ্যে শুরু করার। এতকিছুর পরও এখন ফের নতুন করে রিপোর্ট চাওয়া স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রের মনোভাব। সেক্ষেত্রে গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট পাঠালেও তা যে স্রেফ সময় নষ্টেরই চেষ্টা, তেমনই মনে করছে রাজ্য রকার।
রাজনৈতিক মহলেরও বক্তব্য, বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তাই তার আগে রাজনৈতিক কারণেই টাকা আটকে রাখতে চাইছ বিজেপি। সেই জন্যে ফের নতুন করে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। নবান্নের দাবি, এর আগ এ নিয়ে একাধিকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন্দ্র। এখন আবার নতুন করে ‘স্বচ্ছতা’ এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রিপোর্ট চাওয়ার কোনও প্রয়োজনীয়তাই নেই। কেন্দ্রের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন।