জলপাইগুড়িতে বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু
দৈনিক স্টেটসম্যান | ১৫ নভেম্বর ২০২৫
বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। শুক্রবার রাতে জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
শুক্রবার রাতে তিস্তা সেতুর উপর একটি বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটিতে তিনজন ছিলেন। ধাক্কার অভিঘাতে সকলেই ছিটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরেক বাইকআরোহীর খোঁজ মিলছিল না। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা বাপ্পা বর্মনের দেহ। পুলিশের অনুমান, সংঘর্ষের জেরে একেবারে ব্রিজের উপর থেকে তিস্তায় গিয়ে পড়েন ওই আরোহী।