ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা সংলগ্ন খেজুরতলা গ্রাম থেকে প্লাস্টিকের বড় জার ভর্তি বোমা উদ্ধার করেছে। একটি নির্জন জায়গায় থাকা ওই জারে বোমাগুলি ভরে রাখা ছিল। কে বা কারা ওই এলাকায় বোমাভর্তি জার রাখল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত কড়া নজরদারি চালায় নিরাপত্তা বাহিনী। তার মধ্যেও কীভাবে বোমাগুলি ওখানে রাখা হল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকা থেকেও বোমা উদ্ধার হয়েছে। শনিবার সকালে সুন্দরপুর ননী সেতুর নিচে ময়ূরাক্ষী নদীর ধারে দুটি বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায়, ওগুলি বোমা। বড়ঞা থানার বৈদ্যনাথপুর গ্রামেও ফাঁকা মাঠ থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, বড়ঞা থানার এই দুই জায়গা থেকে মোট ৫১টি তাজা বোমা উদ্ধার হয়েছে।