• ‘হিংলিশে’ লেখা যাবে না আদালতের রায়! কড়া নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগাখিচুড়ি ভাষায় নির্দেশ লেখা যাবে না। এবার নিম্ন আদালতকে এই নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। শুক্রবার একটি মামলার শুনানি চলার সময় এই কথা বলা হয়েছে। নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে এলাহাবাদ হাই কোর্ট বলেছে, রায় লিখতে হবে হয় হিন্দিতে অথবা ইংরাজিতে।

    পণের জন্য খুনের মামলার শুনানি চলছিল এলাহাবাদ হাই কোর্টে। পণের জন্য খুনের মামলায় মৃতা মহিলার স্বামী বেকসুর খালাস পেয়ে যায়। তাঁর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন বেদ প্রকাশ ত্যাগী নামের এক ব্যক্তি। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে মিশ্র ভাষার প্রয়োগ দেখা যায়। সেই মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। বিচারপতি রাজীব মিশ্র এবং বিচারপতি অজয় কুমারের ডিভিশন বেঞ্চ এই কথা জানিয়েছে।

    আদালত জানিয়েছে, উত্তর প্রদেশ মূলত হিন্দিভাষী রাজ্য। সেখানে হিন্দিতে নির্দেশ লিখলে সাধারণ মানুষের সেই রায় বুঝতে সুবিধা হয়। আবেদনকারিরা সহজেই বুঝতে পারবেন শাস্তির কারণ অথবা কেন নির্দোষ বলা হচ্ছে।

    উচ্চ আদালত জানিয়েছে, এই ঘটনায় আগ্রার একটি দায়রা আদালতের ওই রায় আংশিকভাবে ইংরেজিতে এবং আংশিকভাবে হিন্দিতে লেখা রায়ের সবথেকে বড় উদাহরণ। বেঞ্চ নির্দেশ দিয়েছে যে ২৯ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির সামনে তা উপস্থাপন করা হবে। রাজ্যজুড়ে সব বিচারপতিদের কাছে নির্দেশ দেওয়া হবে যাতে তাঁরা মিশ্র ভাষায় রায় না দেন।
  • Link to this news (প্রতিদিন)