• বিহার জিতে পুলিশের অনুমতি ছাড়াই মিছিলের চেষ্টা! কোচবিহারে ধৃত বিজেপি নেতা
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: গ্রেপ্তার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায়। বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে। সেই জয়ের আনন্দে বিজেপির তরফে কোচবিহারের দিনহাটা শহরে মিছিল বার করার চেষ্টা হয়েছিল! কোচবিহার পুলিশের তরফে কোনওরকম মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অনুমতি না মেনে মিছিল করার চেষ্টা, পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কোচবিহারের বিজেপি জেলা সম্পাদকের বিরুদ্ধে। এরপর রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। আজ, শনিবার বিজেপি নেতাকে আদালতে তোলা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার ভোটের ফলাফল প্রকাশের পরই দিনহাটা শহরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল। সেই জয়ের আনন্দে বিজেপির তরফে শহরে মিছিল বার করা হচ্ছিল বলে অভিযোগ। বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের নেতৃত্বে ওই মিছিলের আয়োজন হচ্ছিল বলে খবর। কিন্তু পুলিশ-প্রশাসনের তরফে সেই মিছিলের অনুমতি দেওয়া ছিল না। মিছিল হলে শহরে অশান্তি হতে পারে বলেই অনুমতি দেওয়া হয়নি বলেই খবর। কিন্তু তারপরও ওই মিছিল বার করার চেষ্টা হয় বলে অভিযোগ।

    পুলিশ ঘটনাস্থলে গেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়! পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতেই দিনহাটার বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অজয় রায়ের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সৃষ্টি, অবৈধ জমায়েত করা, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। আজ ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে জেলার বিজেপির নেতা-কর্মীদের মধ্যে।
  • Link to this news (প্রতিদিন)