• হাই কোর্টের নির্দেশে রাতারাতি গোরস্থানের মালিকানা বদল, কবর থেকে তুলতে হল দেহ
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: একমাস আগে মৃত্যু হয়েছিল এক মহিলার। মারা যাওয়ার পর জমিতে মৃতদেহ কবর দেওয়া হয়। কিন্তু সেই জমির মালিকানা নিয়ে আদালতে চলছে মামলা। আদালতের নির্দেশে শেষপর্যন্ত কবর থেকে ওই মৃতদেহ ফের তোলা হল। সেই মৃতদেহ অন্যত্রস্থ কবরস্থ করা হয় বলে খবর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ১ নম্বর ব্লকের চাকদা গ্রামে। কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে ওই মৃতদেহ আজ, শনিবার তোলা হল।

    জানা গিয়েছে, অভিযোগ, ১৯৫৫ সাল থেকে দ্য মাল্টিভার্সিটি অযাচক আশ্রমের নামে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের পাশে কিছু জমি রয়েছে। ২০১১ সালে আশ্রম কর্তৃপক্ষ আরও ২ একর জমি কিনেছিল। সেই জমি ঘিরেই রয়েছে বিতর্ক। এলাকার মুসলিম সমাজের একাংশের অভিযোগ, আশ্রম কর্তৃপক্ষের কেনা ওই জমিতে দীর্ঘদিন ধরে কবর দেওয়া হয়ে থাকে। সম্প্রতি, একজনের মৃত্যুর পর তাঁকে ওই জমিতে কবর দেওয়া হয়ে থাকে।

    সেই ঘটনা জানাজানির পরই আশ্রম কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। বিষয়টির কোনও সমাধান না হওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় আশ্রম কর্তৃপক্ষ। গত ১২ নভেম্বর হাই কোর্ট আশ্রমের পক্ষে রায় দিয়েছিল। ওই জমি দখলমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। এরপরই স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। আজ, শনিবার স্থানীয় পুলিশ-প্রশাসনের উপস্থিতি ও আশ্রম কর্তৃপক্ষ ওই জমিতে উপস্থিত হন। এরপরই কবর থেকে মৃতদেহ তোলা হল। অন্যত্র সেই দেহ কবর দেওয়ার ব্যবস্থাও করা হয়।

    যদিও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে ওই জমিতে মৃতদেহ কবর দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে তাঁরাও আদালতের দ্বারস্থ হয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)