• ‘সুষ্ঠু ভোটের জন্য SIR প্রয়োজন’, বিহারের ফলে মন্তব্য রাজ্যপালের, পালটা দিলেন কল্যাণ
    প্রতিদিন | ১৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার নির্বাচন ফলাফলে ফের এসআইআর-এর গুরুত্বের কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর মতে, এসআইআর নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন এবং তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ”বিজেপির চাকরবাকরের মতো রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না।”

    শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ”SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” তাঁর আরও মন্তব্য, ”ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।” এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরুর সময় থেকেই তার স্বপক্ষে বলেছিলেন আনন্দ বোস। বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবারও সেকথা শোনা গেল তাঁর গলায়।

    তবে এদিন রাজ্যপালের এহেন মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া মন্তব্য, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।” তৃণমূলের বরাবরের অভিযোগ, রাজভবন কেন্দ্রের শাসকদল বিজেপি দ্বারা প্রভাবিত। তাই এসআইআর নিয়ে বারবারই সাফাই শোনা যাচ্ছে তাঁর গলায়। তৃণমূলের সেই অভিযোগের সত্যতাই যেন প্রমাণিত হল রাজ্যপালের শনিবারের মন্তব্যে।
  • Link to this news (প্রতিদিন)